1. প্রশ্ন নম্বরঃ 000001
কাজল কম্পিউটারের প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্যকেন্দ্রের মাধ্যমে সহজেই পেয়ে যায় এবং এভাসে একদিন মালয়েশিয়ার একটি কলসেনটারে চাকুরী পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুণা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।
ক. যোগাযোগ প্রযুক্তি কী?
খ. তথ্য প্রযুক্তি নিভর্র বিশ্ব বিশ্বগ্রাশ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে।
ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভুমিকা পালন করেছে তুমি কী একমত? যুক্তিসহ বিশ্লেষন কর।
ক. ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়।
খ. বিশ্বগ্রাম এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তৃত ব্যবহার তথা তথ্য আদান প্রদানের জন্য ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযোগ ছাড়া বিশ্বগ্রামের ধারণা অসম্ভব।
গ. বিশ্বগ্রামের অনেক অবদানের মধ্যে কর্মসংস্থান অন্যতম। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের কল্যাণে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। এসব কর্মক্ষেত্রের খবরা খবর এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষ জানতে পারে। কাজল কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ইউনিয়ন তথ্য কেন্দ্র হতে প্রাপ্ত চাকুরীর বিজ্ঞপ্তির মাধ্যমে চাকুরী পায়। বিশ্বগ্রাম ব্যবস্থার কারণে তথ্যের অবাধে আদান প্রদান হয়, এতে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়। ঐ কর্মক্ষেত্রের একটি কাজল নিজেকে যোগ্য প্রমাণ করে। এভাবে উদ্দীপকে বিশ্বগ্রামের কর্মসংস্থান অবদানটি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে।
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। কাজলের প্রশিক্ষণ গ্রহণ এবং তা কাজে লাগিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পেছনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূখ্য ভূমিকা পালন করেছে। ইউনিয়ন তথ্য কেন্দ্রের প্রয়োজনীয় সুবিধা ব্যবহার করে দেশের বাইরে যোগাযোগ করে এবং কলসেন্টারে চাকুরীর আবেদন ও চূড়ান্তভাবে চাকুরীর প্রাপ্তির প্রতিটি পর্যায়ে কাজলকে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে হয়েছে। এভাবে ব্যক্তি জীবনে তথা সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। তাই কাজলের বর্তমান অবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে।
2. প্রশ্ন নম্বরঃ 000002
বিথী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। সে তার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে । বিথী টার্মপেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে । অপরদিকে সবুজ কোনোরুপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যারের কপি করে নিয়ে যায়। এমনকি ইন্টারনেট প্রাপ্ত তথ্য কোনোরুপ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়ায় সে নিজের নামে প্রকাশ করে।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভুমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিথী কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি ব্যবহার করছে? ব্যাখ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীত যুক্তিসহ বিশ্লেষণ কর।
ক. বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যাক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্তকরণ করা যায়।
খ. তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে সনতান পদ্ধতির বইয়ের ডিজিটাল রূপ (ই-বুক) যে ওয়েবসাইটে সংরক্ষিত থাকে তাকে অনলাইন লাইব্রেরি বলে। এসব অনলাইন লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে পড়তে পারে এবং ভিডিও চিত্র দেখে সহজে শিখতে পারে, যা তার পাঠ্য বই অধ্যয়নে সহায়ক ভূমিকা রাখে।
গ. বিথী শিক্ষাক্ষেত্রে নৈতিকতা মেনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানের সুযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি অন্যতম অবদান। উদ্দীপকের আলোকে আমরা দেখি লেখাপড়ার সাধারণ পদ্ধতির বাইরেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাকে আরো মানসম্মত করা যায়। বিথী তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে জ্ঞান অর্জন করছে এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে নিজের কাজে লাগানোর ক্ষেত্রে যথাযথ নৈতিকতা মেনে চলছে। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন তথ্য প্রযুক্তির সরাসরি প্রয়োগ রয়েছে তেমনি দৈনন্দিন শিক্ষা কার্যক্রমে তথ্য প্রযুক্তির সফল এবং নৈতিক প্রয়োগ আমাদের শিক্ষা ব্যবস্থায় গুনগত পরিবর্তন আনতে সক্ষম হবে।
ঘ. নৈতিকতা হলো মানুষের কাজ কর্ম, আচার ব্যবহারের সেই মূলনীতি যার ওপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের একটি নতুন মাত্রা থাকে যা অবশ্যই বিবেচনায় আনতে হবে। নৈতিকতা মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। কী করা উচিত, কী করা অনুচিত তা নৈতিকতার মাধ্যমে নির্ধারিত হয়।
তথ্যের অনুমোদিত ব্যবহার মারাত্মকভাবে ব্যক্তির প্রাইভেসিকে ক্ষতিগ্রস্থ করে। উদ্দীপকের সবুজ সফটওয়্যার পাইরেসির মাধ্যমে অন্যের সফটওয়্যারকে কপি করে নিজের নামে চালিয়ে দেয় যা সম্পূর্ণ অনৈতিক কাজ। তাছাড়া বিনা অনুমতিতে অন্য প্রতিষ্ঠানের লাইব্রেরি থেকে ফাইল নিয়ে যাওয়াও অনৈতিক কাজ।
3. প্রশ্ন নম্বরঃ 000003
দৃশ্য কল্প-১: মিথিলা কানাডায় বসবাস করে । মাঝে মাঝে ময়ের কথা মনে পড়লে মায়ের সাতে কথা বলে এবং সাথে সাথে মায়ের মিথিলায় ব্যবহৃত প্রযুক্তি কমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে।
দৃশ্যকল্প-২: কনক কোম্পানির পাচজন কর্মকর্তা বাংলাদেশ চীন জাপানে ভারত যুক্তরাষ্ট্রে অবস্থান করে এক সাথে মোবাইল। ফোনে কথা বলছে। ব্যবহৃত প্রক্রিয়াটি তাদের চাহিদা পুরন সক্ষম নয়।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. ইন্টারনেট বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত প্রযুক্তিতে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও২ ্এর মধ্যবর্তী যোগাযোগ প্রটোকল দুইটির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
ক. যে প্রযুক্তির মাধ্যমে তথ্যের সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বা সংক্ষেপে আইটি বলা হয়।
খ. ইন্টারনেট মাধ্যমেই মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করে একে অপরের সাথে সহজে যোগাযোগ করতে পারে এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারে। এইজন্যই ইন্টারনেট হচ্ছে বিশ্বগ্রাম সংযুক্ততার মেরুদন্ড।
গ. দৃশ্যকল্প-১-এ ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীগণ কথোপকথনের সাথে সাথে নিজেদের ছবি দেখতে পারে।
এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন ব্যক্তি ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করতে পারেন।
অধিকন্তু ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় টেলিভিশনের পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করেন।
এ ব্যবস্থায় ক্যামেরা থেকে সংগৃহীত ছবি এবং মাইক্রোফোন ও স্পিকার থেকে সংগৃহীত শব্দের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। এক পাশের ব্যক্তি শব্দ ও ছবির প্রতি উত্তরে অন্য পাশের ব্যক্তির শব্দ ও ছবি প্রেরণের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সম্পন্ন হয়।
ভিডিও কনফারেন্সিংয়ের জন্য যে সব উপাদানগুলো প্রয়োজন তা হলো- মাল্টিমিডিয়া কম্পিউটার, ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড, মডেম ও ইন্টারনেট সংযোগ।
ঘ. দৃশ্যকল্প-১ ভিডিও কনফারেন্সিং যার মাধ্যমে ছবি দেখা যায় কথা শুনা যায় যা সম্পাদনের জন্য মডেম, মাইক্রোফোন, ইন্টারনেট, স্পিকার, ওয়েব ক্যামেরা, সফটওয়্যার ইত্যাদির প্রয়োজন। এই পদ্ধতিতে টেলিফোনের মাধ্যমে ডেটা অপটিক ক্যাবল বা মাইক্রোওয়েবের মাধ্যমে ডেটা আদান প্রদানের কাজ সম্পাদন করে। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা, ব্যবসা-বানিজ্য এমনকি গ্রুপ স্টাডি করার সুযোগ পাচ্ছে। এতে করে তাদের মধ্যবতী দূরত্ব কমানোর সুযোগ পাচ্ছে। অন্যদিকে, বিভিন্ন দেশে একই কোম্পানির ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ রক্ষা করার জন্য ভিডিও কনফারেন্সিং একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
দৃশ্যকল্প-২-এ টেলিকনফারেন্সিং ব্যবহৃত হয়েছে। টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলা হয় এবং এ সভাকে টেলিকনফারেন্স বলে। বিশ্বের যেকোনো জায়গা (যেখানে টেলিফোন সংযোগ আছে) থেকে যে কেউ টেলিকনফারেন্সিং করতে পারেন। এ ব্যবস্থায় সভায় অংশগ্রহণকারী কী-বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় কম্পিউটারে তাদের বক্তব্য বা জবাব পাঠায়। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে। যেমন- পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স ও রিড অনলী কনফারেন্স। টেলিকনফারেন্সিং ব্যবস্থা সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
টেলিকনফারেন্স করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো- কম্পিউটার, টেলিফোন সংযোগ, অডিও যন্ত্রপাতি (অডিও কার্ড, মাইক্রোফোন, স্পীকার ইত্যাদি) ও উপযুক্ত সফটওয়্যারের প্রয়োজন হয়।
সুতরাং, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ হতে দেখা যায় যে, ভিডিও কনফারেন্সিং অধিক গ্রহণযোগ্য।
সকল সৃজনশীল প্রশ্ন দেখানো হয়েছে
সাজানো-গুছানো এবং কোয়ালিটিফুল ক্লাস কন্টেন্ট দ্বারা অফলাইন অথবা অনলাইনে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের আইসিটি কোচিং করানো হয়।
শিক্ষার্থীদের সুসংগঠিত এবং গুণগত ক্লাস কন্টেন্ট যা পরীক্ষার ভাল ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যতের নেতৃত্ব দেয়।
কপিরাইট © 2025 - 2025 Poralekha24.com. All rights reserved.