+88 01737 325759
info@poralekha24.com
হোম » গোপনীয়তা নীতি

গোপনীয়তা নীতি (Privacy Policy)

Poralekha24.com আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। এই নীতি ব্যাখ্যা করে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও সুরক্ষা করি।

১. আমরা কোন তথ্য সংগ্রহ করি

আমরা শুধুমাত্র আমাদের সেবা উন্নত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি, যেমন—

  • নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর
  • অ্যাকাউন্ট লগইন তথ্য
  • কোর্স এনরোলমেন্ট ও পেমেন্ট সম্পর্কিত তথ্য
  • ব্যবহারকারীর ব্রাউজিং ও কোর্স কার্যকলাপ সম্পর্কিত ডেটা

২. আমরা তথ্য কীভাবে ব্যবহার করি

আপনার তথ্য ব্যবহার করা হয় নিম্নলিখিত উদ্দেশ্যে:

  • অ্যাকাউন্ট তৈরি ও লগইন পরিচালনা করতে
  • Lecture Sheet, MCQ/CQ, ও Presentation অ্যাক্সেস দিতে
  • অর্ডার, পেমেন্ট ও রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে
  • সেবা উন্নত করা ও ব্যক্তিগতকৃত শিক্ষা অভিজ্ঞতা দিতে
  • ইমেইল বা নোটিফিকেশনের মাধ্যমে কোর্স আপডেট জানাতে

৩. তথ্যের সুরক্ষা

আমরা SSL এনক্রিপশন, নিরাপদ সার্ভার ও আপডেটেড সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনার তথ্য সুরক্ষিত রাখি। আপনার তথ্য কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করা হয় না।

৪. তৃতীয় পক্ষের সেবা

Poralekha24.com কিছু ক্ষেত্রে তৃতীয় পক্ষের (যেমন পেমেন্ট গেটওয়ে বা ইমেইল সার্ভিস) সহায়তা নেয়। এসব সেবাদাতা তাদের নিজস্ব গোপনীয়তা নীতিমালা অনুসারে তথ্য ব্যবহার করতে পারে।

৫. কুকিজ (Cookies)

আমরা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করি। আপনি চাইলে ব্রাউজারের সেটিং থেকে কুকিজ বন্ধ করতে পারেন, তবে এতে কিছু ফিচার কাজ নাও করতে পারে।

৬. ব্যবহারকারীর অধিকার

  • আপনি আপনার ব্যক্তিগত তথ্য দেখার বা পরিবর্তনের অনুরোধ করতে পারেন।
  • আপনি চাইলে অ্যাকাউন্ট বন্ধ ও তথ্য মুছে ফেলার আবেদন করতে পারেন।

৭. শিশুদের তথ্য

আমাদের সেবা ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নয়। যদি ভুলবশত কোনো শিশুর তথ্য সংগ্রহ হয়, আমরা তা দ্রুত মুছে ফেলি।

৮. নীতিমালার পরিবর্তন

আমরা প্রয়োজনে এই গোপনীয়তা নীতি হালনাগাদ করতে পারি। পরিবর্তন হলে “Last Updated” তারিখ আপডেট করা হবে।

৯. যোগাযোগ

এই নীতি সম্পর্কিত কোনো প্রশ্ন বা অনুরোধের জন্য যোগাযোগ করুন:
📧 privacy@poralekha24.com
📞 +8801737325759

সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৫

আমাদের সম্পর্কে

Poralekha24.com: স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য Lecture Sheet, MCQ/CQ, Presentation ও অনলাইন ও অফলাইন কোচিং সেবা।

কপিরাইট © ২০২৫ - ২০২৫ Poralekha24.com. সকল অধিকার সংরক্ষিত।