+88 01737 325759
info@poralekha24.com
হোম » লেকচারসমূহ » জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (চতুর্থ অধ্যায় - ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML)

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (চতুর্থ অধ্যায় - ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML)



প্রশ্নঃ ওয়েব কী?

উত্তরঃ ইন্টারনেট ব্যবহার করে ওয়েব সাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলে ওয়েব। ওয়েবকে www (World Wide Web ) ও বলা হয়। তিনটি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে –

  • HTML (Hyper Text Markup Language) - যার দ্বারা ওয়েবপেইজ লেখা হয়।
  • HTTP (Hyper Text Transfer Protocol) -  যার দ্বারা Web Server Computer ওয়েব ডেটা ট্রান্সফার করে।
  • Web Browser – যে সফটওয়্যার ওয়েব ডেটা রিসিভ ও অনুবাদ করে তার ফলাফল প্রদর্শন করে।


প্রশ্নঃ ওয়েব ডিজাইন কী?

উত্তরঃ ওয়েব সাইট এর বাহ্যিক উপাদান ও লে-আউট তৈরি করাকে ওয়েব ডিজাইন বলে।

 

প্রশ্নঃ ওয়েবপেজ বা ওয়েব ডকুমেন্ট কী? ওয়েবপেজ কত প্রকার ও কী কী?

উত্তরঃ ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েবপেজ বলে। ওয়েবপেজ এ টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও, এনিমেশন ইত্যাদি তথ্য থাকে।

অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবপেজ দুই প্রকার –

লোকাল ওয়েবপেজ – স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষণকৃত ওয়েবপেজগুলোকে লোকাল ওয়েবপেজ বলে। লোকাল ওয়েবপেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ল্যান এর মধ্যে সীমাবদ্ধ। 

রিমোট ওয়েবপেজ – দূরবর্তী কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েবপেজগুলোকে রিমোট ওয়েবপেজ বলা হয় যা ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়।

 

প্রশ্নঃ ওয়েবসাইট কী?

উত্তরঃ একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েবপেজ এর সমষ্টিকে ওয়েবসাইট বলে।

 

প্রশ্নঃ হোমপেজ কী?

উত্তরঃ ওয়েবসাইট এ ঢুকলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোমপেজ বলে।

 

প্রশ্নঃ www বা World Wide Web কী?

উত্তরঃ সারা বিশ্বের সমস্ত ওয়েবপেজের সংগ্রহকেই ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বলে।

প্রশ্নঃ সার্ভার কম্পিউটার কী?

উত্তরঃ ওয়েবপেজ বা ওয়েবসাইট যে বিশেষ কম্পিউটারে সংরক্ষিত থাকে তাকে সার্ভার কম্পিউটার বলে। সার্ভার কম্পিউটার ২৪/৭ ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং সার্ভিস দেয়।

 

প্রশ্নঃ ক্লায়েন্ট কম্পিউটার কী?

উত্তরঃ যে কম্পিউটার থেকে আমরা ওয়েবপেজ ব্রাঊজ করি সেই কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার বলে। ক্লায়েন্ট কম্পিউটারে ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজ করা হয়। জনপ্রিয় কিছু ক্লায়েন্ট সফটওয়্যার হল – Google Chrome, Firefox, Edge, Opera ইত্যাদি।

 

প্রশ্নঃ ওয়েব সার্ভার কী?

উত্তরঃ ওয়েব সার্ভার হল সফটওয়্যার এবং হার্ডওয়্যার যা HTTP এবং অন্য প্রটোকল ব্যবহার করে ক্লায়েন্ট এর রিকুয়েস্ট পরিচালনা করে। জনপ্রিয় সার্ভার সফটওয়্যার হল – Apache, IIS, Nginx etc.

 

প্রশ্নঃ ওয়েব পোর্টাল কী?

উত্তরঃ ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক, কনটেন্ট ও সার্ভিস এর সংগ্রহ যা ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়। যেমন – Bangladesh.gov.bd হলো বাংলাদেশ সরকারের একটি ওয়েব পোর্টাল।

 

প্রশ্নঃ ইন্টারনেট প্রোটোকল (IP) কী?

উত্তরঃ কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়মনীতিকে প্রোটোকল বলে। কম্পিউটার থেকে কম্পিউটারে কি আদান-প্রদান হবে, কখন আদান-প্রদান হবে, কেমন করে আদান-প্রদান হবে ইত্যাদি নিয়মনীতিকে ইন্টারনেট প্রোটোকল বলে।

 

প্রশ্নঃ আইপি অ্যাড্রেস (IP Address) কী?

উত্তরঃ কোনো নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার বা হোস্টকে এককভাবে চিহ্নিত করার জন্য যে একটি লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকে আইপি অ্যাড্রেস বলে।

ভার্সন অনুসারে আইপি অ্যাড্রেসকে দুই ভাগে ভাগ করা হয়।

IPv4 (আইপি ভার্সন ৪) - আইপি ভার্সন ৪ হলো ৩২ বিট নাম্বার।
IPv6 (আইপি ভার্সন ৬) - আইপি ভার্সন ৬ হলো ১২৮ বিট নাম্বার।

 

প্রশ্নঃ ম্যাক অ্যাড্রেস (MAC Address) কী?

উত্তরঃ প্রতিটি কম্পিউটার বা হোস্ট এর একটি ফিজিক্যাল অ্যাড্রেস থাকে যাকে ম্যাক অ্যাড্রেস বলে। ম্যাক অ্যাড্রেস NIC Card এ থাকে এবং NIC Card তৈরিকারক কোম্পানি নির্ধারণ করে দেয়।

 

প্রশ্নঃ এইচটিটিপি (HTTP) কী?

উত্তরঃ HTTP অর্থ হলো Hyper Text Transfer Protocol। ইন্টারনেটে টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট এর মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে এইচটিটিপি (HTTP) বলে।

 

প্রশ্নঃ এফটিপি (FTP) কী?

উত্তরঃ FTP এর পূর্ণরুপ হলো File Transfer Protocol। FTP এর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে আবার নিজের কম্পিউটার হতে অন্যের বা সার্ভার কম্পিউটারে কোনো ফাইল রাখতে পারে।

 

প্রশ্নঃ আপলোড (Upload) ও ডাউনলোড (Download) কী?

উত্তরঃ

আপলোড - নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে বা সার্ভারে প্রেরণ করাকে আপলোড বলে।

ডাউনলোড – অন্যের কম্পিউটার বা সার্ভার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।

 

প্রশ্নঃ ডোমেইন (Domain name) নেম বা ডোমেইন কী?

উত্তরঃ ইন্টারনেটে কোনো ওয়েবসাইটকে এককভাবে চিহ্নিত করার জন্য যে নাম দেওয়া হয় তাকে ডোমেইন নেম বা ডোমেইন বলে। যেমন – facebook.com হলো ফেইসবুক এর ডোমেইন নেম।

 

প্রশ্নঃ Top Level Domain (TLD) কী?

উত্তরঃ ডোমেইন নেম এর দুইটি অংশ থাকে। ডট এর পূর্বের অংশকে ডোমেইন নেম এবং ডট এর পরের অংশকে টপ লেভেল ডোমেইন বলে। টপ লেভেল ডোমেইন (TLD) ডোমেইন এর ধরন নির্দেশ করে। যেমন – facebook.com এ .com হলো টপ লেভেল ডোমেইন যা একটি বানিজ্যিক প্রতিষ্ঠান কে নির্দেশ করে।

 

প্রশ্নঃ Country Code Top Level Domain (CCTLD) কী?

উত্তরঃ ওয়েব অ্যাড্রেস বা ডোমেইন নেম এর একেবারে শেষের অংশ যা ওয়েবসাইটটি কোন দেশের তা নির্দেশ করে তাকে CCTLD বলে। যেমন – https://dhakaeducationboard.gov.bd এই ওয়েব অ্যাড্রেস এর একেবারে শেষে bd লেখা আছে যা নির্দেশ করে ওয়েবসাইটটি বাংলাদেশের।

প্রশ্নঃ ইউআরএল (URL) কী?

উত্তরঃ প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস থাকে যার সাহায্যে ঐ ওয়েবসাইটকে ইন্টারনেটে সহজে খুঁজে বের করা যায়। এই ওয়েব আড্রেসকে URL বলে।

 

প্রশ্নঃ ওয়েব ব্রাউজার কী?

উত্তরঃ যে সফটওয়্যার এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েবসাইট দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হল – Google Chrome, Firefox, Edge, Opera ইত্যাদি।

 

প্রশ্নঃ সার্চ ইঞ্জিন (Search Engine) কী?

উত্তরঃ ইন্টারনেট থেকে সহজেই কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে। জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন হলো – গুগল, ইয়াহু, বিং ইত্যাদি।

 

প্রশ্নঃ ওয়েব ক্রলিং (Web Crawling) কী?

উত্তরঃ ওয়েব ক্রলিং হচ্ছে একটি সার্চ ইঞ্জিন অ্যালগরিদম যার মাধ্যমে ওয়েব ক্রলার বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ডেটা সংগ্রহ করে এবং নিজস্ব সার্ভারে জমা রাখে।

 

প্রশ্নঃ ইন্ডেক্সিং (Indexing) কী?

 উত্তরঃ ওয়েব ক্রলার বা স্পাইডার কর্তৃক বিভিন্ন ওয়েবসাইট ঘুরে তথ্য জমা রাখার প্রক্রিয়াকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং বলা হয়।

 

প্রশ্নঃ সার্চিং (Searching) কী?

উত্তরঃ সার্চ ইঞ্জিনে প্রয়োজনীয় কীওয়ার্ড দিয়ে তথ্য খোঁজার প্রক্রিয়াকে সার্চিং বলে।

 

প্রশ্নঃ স্ট্যাটিক ওয়েবসাইট কী?

উত্তরঃ যে সকল ওয়েবসাইটের কনটেন্ট ওয়েবপেজ চালু অবস্থায় পরিবর্তন করা যায় না অর্থাৎ কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ও CSS দ্বারাই তৈরি করা যায়।

 

প্রশ্নঃ ডাইনামিক ওয়েবসাইট কী?

 উত্তরঃ যে সকল ওয়েবসাইটের কনটেন্ট ওয়েবপেজ চালু অবস্থায় পরিবর্তন করা যায় অর্থাৎ কোড পরিবর্তন না কারেই কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে।

প্রশ্নঃ ওয়েবসাইট স্ট্রাকচার কাকে বলে?

উত্তরঃ যে বিন্যাস পদ্ধতিতে একটি ওয়েবসাইট এর সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে।

 

প্রশ্নঃ হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো কী?

উত্তরঃ যে ওয়েবসাইটের পেজগুলো শাখা-প্রশাখার ন্যায় সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে।

 

প্রশ্নঃ নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিংকড কী?

উত্তরঃ যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজের একে অপরের সাথে লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলা হয়।

 

প্রশ্নঃ লিনিয়ার কাঠামো বা সিকুয়েন্স কী?

উত্তরঃ কোনো ওয়েবসাইটের পেজগুলোকে ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলে। এ ধরনের পেজগুলোতে সাধারণত Next, Previous ইত্যাদি লিংক ব্যবহার করা হয়।

 

প্রশ্নঃ হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো কী?

উত্তরঃ একাধিক কাঠামো ব্যবহার করে যে কাঠামো তৈরি করা হয় তাকে হাইব্রিড কাঠামো বলে। হাইব্রিড কাঠামোর মূল ভিত্তি হিসাবে হায়ারার্কি কাঠামো প্রধান থাকে এবং সাথে লিনিয়ার বা ওয়েব লিংকড কাঠামোর সংমিশ্রণে হাইব্রিড কাঠামো গড়ে উঠে।

 

প্রশ্নঃ HTML কী?

উত্তরঃ HTML এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language। HTML এমন একটি Computer Language যার দ্বারা Web Document এর বাহ্যিক উপাদান ও লে-আউট তৈরি করা হয়।  

 

প্রশ্নঃ HTML Syntax কী?

উত্তরঃ HTML এর Syntax গুলো নিম্নরুপ-

 HTML এলিমেন্ট শুরু হয় ওপেনিং ট্যাগ দিয়ে আর শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে।

ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ এর মধ্যবর্তী সবকিছুই হলো এলিমেন্ট কনটেন্ট।

কিছু কিছু HTML এলিমেন্টের কোনো কনটেন্ট থাকে না। এগুলোকে এম্পটি কনটেন্ট বলে।

এম্পটি বা খালি এলিমেন্টগুলো ওপেনিং ট্যাগ এর মধ্যেই শেষ হয়ে যায়।

অধিকাংশ HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে।

 

প্রশ্নঃ HTML Tag কী?

উত্তরঃ Tag হলো মার্কআপ ভাষায় ব্যবহৃত এক ধরনের সংকেত বা কীওয়ার্ড যা নির্দষ্ট কাজ করে বা নির্দষ্ট নির্দেশ বহন করে।

 

প্রশ্নঃ ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ কী?

উত্তরঃ ট্যাগ হলো কীওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্রাকেট এর মধ্যে লেখা হয়। প্রথম অ্যাঙ্গেল ব্রাকেট (<>) কে ওপেনিং ট্যাগ এবং স্ল্যাসসহ শেষ অ্যাঙ্গেল ব্রাকেট (</>) কে ক্লোজিং ট্যাগ বলে।

 

প্রশ্নঃ কন্টেইনার বা ধারক ট্যাগ (Container Tag) কী?

উত্তরঃ যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে কন্টেইনার ট্যাগ বলে।

উদাহরণঃ <b> We live in Bangladesh </b>। এখানে <b> একটি কন্টেইনার ট্যাগ।

 

প্রশ্নঃ শূন্য বা ফাঁকা ট্যাগ (Empty Tag) কী?

উত্তরঃ যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং বা শুরুর ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না তাদেরকে শূন্য বা ফাঁকা ট্যাগ বলে।

উদাহারণঃ <img> একটি শূন্য বা ফাঁকা ট্যাগ।

 

প্রশ্নঃ HTML Element কী?

উত্তরঃ ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এলিমেন্ট বলে। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছুই হলো এলিমেন্ট কন্টেন্ট।

 

প্রশ্নঃ ওয়েবসাইট পাবলিশিং কি?

উত্তরঃ ওয়েবসাইট তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে।

 

প্রশ্নঃ হোস্টিং কী?

উত্তরঃ একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য কোনো ওয়েব সার্ভারে ওয়েবসাইটটিকে আপলোড করাকে হোস্টিং বা ওয়েব হোস্টিং বলে।

 

প্রশ্নঃ হেডিং কী?

উত্তরঃ HTML পেজ এ লেখা সম্পর্কিত কোনো বিষয়ের শিরোনাম দেওয়াকে হেডিং বলে।

 

প্রশ্নঃ হেডিং ট্যাগ কী?

উত্তরঃ HTML পেজ এ লেখা সম্পর্কিত কোনো বিষয়ের শিরোনাম দেওয়ার জন্য যে সকল HTML ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে হেডিং ট্যাগ বলে।

 

প্রশ্নঃ অ্যাট্রিবিউট কী?

উত্তরঃ অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ যা HTML এলিমেন্ট এর বাড়তি কিছু তথ্য প্রদান করে।

 

প্রশ্নঃ হাইপারলিংক কী?

উত্তরঃ কোন ওয়েব পেজের ভিতরে লেখা, ছবি, অডিও, ভিডিও বা ডকুমেন্টকে অন্য ওয়েব পেজ বা ওয়েব সাইটের সাথে সংযোগ স্থাপন করাকে হাইপারলিংক বলে।

 

প্রশ্নঃ ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লেখো।

উত্তরঃ ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ হলো <font face=”SutonnyMJ”>---- </font> অথবা <p style=”font-family: SutonnyMJ”> …. </p>

 

প্রশ্নঃ ফন্ট প্রোপার্টি কী?

উত্তরঃ <font> ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশই হলো ফন্ট প্রোপার্টি।

 

প্রশ্নঃ HTML ট্যাগের বৈশিষ্ট্য কী?

উত্তরঃ HTML ট্যাগ নিজস্ব নাম অনুসরণ করে কৌনিক <> ব্রাকেট দিয়ে শুরু ও শেষ হয়।

 

প্রশ্নঃ CSS কী?

উত্তরঃ CSS এর পূর্ণরুপ হলো Cascading Sylesheet। এটি একটি কম্পিউটার ভাষা যা HTML ট্যাগসমূহের ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়।

 

প্রশ্নঃ Anchor Tag কী?

উত্তরঃ যে HTML Tag এর সাহায্যে একই পেজ এর অন্যন্য এলিমেন্ট এর সাথে বা এক পেজ থেকে আরেক পেজ এর বা এক ওয়েব সাইট থেকে আরেক ওয়েব সাইট এর সংযোগ বা লিংক তৈরি করা হয় তাকে Anchor Tag বলে।

 

প্রশ্নঃ টেক্সট ফরমেটিং কী?

উত্তরঃ HTML ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ এর লেখা বা টেক্সট কে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলাকে টেক্সট ফরমেটিং বলে।

 

প্রশ্নঃ টেক্সট ফরমেটিং এর কাজ কী?

উত্তরঃ ওয়েব পেজ এর লেখা বা টেক্সট কে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলাই টেক্সট ফরমেটিং এর কাজ।

 

প্রশ্নঃ ওয়্যারফ্রেম (Wire Frame) কী?

উত্তরঃ কাগজে কলমে ওয়েবসাইট এর কোনো পেজ এর লেআউট করাকে ওয়্যারফ্রেম বলে।

 

প্রশ্নঃ Cellpadding কী?

উত্তরঃ টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখা সেল থেকে একটি নির্দিষ্ট দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেটিই হলো Cellpadding।

 

প্রশ্নঃ <hr> কী?

উত্তরঃ <hr> এর পূর্ণরূপ হলো হরাইজন্টাল রুল। ওয়েবপেজ এ আনুভূমিক রেখা তৈরির জন্য <hr> ট্যাগ ব্যবহার করা হয়


মোঃ আবু সাঈদ

মোঃ আবু সাঈদ

প্রভাষক (আইসিটি)

একজন দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তি-বান্ধব আইসিটি শিক্ষক, যিনি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের বিকাশ এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য নিবেদিত। কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল লিটারেসি এবং আধুনিক সফটওয়্যার/হার্ডওয়্যার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী উপযোগী পাঠ পরিকল্পনা তৈরি এবং বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ। কম্পিউটার নেটওয়ার্কিং, গুগল ও মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, PHP, C/C++, JavaScript, পাইথন, এইচটিএমএল/সিএসএস সহ বিভিন্ন ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী।

আইসিটি কোচিং সেন্টার

banner image

সাজানো-গুছানো এবং কোয়ালিটিফুল ক্লাস কন্টেন্ট দ্বারা অফলাইন অথবা অনলাইনে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের আইসিটি কোচিং করানো হয়।

আমাদের সম্পর্কে

শিক্ষার্থীদের সুসংগঠিত এবং গুণগত ক্লাস কন্টেন্ট যা পরীক্ষার ভাল ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যতের নেতৃত্ব দেয়।

লিংকসমূহ

  • হোম
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার

সার্ভিস

  • আইসিটি কোর্স
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • নেটওয়ার্কিং

কপিরাইট © 2025 - 2025 Poralekha24.com. All rights reserved.