+88 01737 325759
info@poralekha24.com
হোম » লেকচারসমূহ » ষষ্ঠ অধ্যায় পাঠ-৫ঃ ডেটাবেজের বিভিন্ন SQL কমান্ড

ষষ্ঠ অধ্যায় পাঠ-৫ঃ ডেটাবেজের বিভিন্ন SQL কমান্ড



DDL এর ক্ষেত্রে SQL


🧩 Create স্টেটমেন্ট দ্বারা ডাটাবেজ তৈরি করার SQL Syntax

CREATE DATABASE database_name;

👉 উদাহরণঃ

CREATE DATABASE school_db;

🧩Create স্টেটমেন্ট দ্বারা টেবিল তৈরি করার SQL Syntax 

CREATE TABLE table_name (
    column1 datatype [constraint],
    column2 datatype [constraint],
    column3 datatype [constraint],
    ...
);

ধরা যাক, আমরা একটি students নামের টেবিল তৈরি করতে চাই যেখানে ছাত্রদের নাম, বয়স, ক্লাস ইত্যাদি থাকবে।

🧩 Create স্টেটমেন্ট দ্বারা ডাটাবেজ এ টেবিল তৈরির সাধারণ SQL কমান্ড

CREATE TABLE students (
    id INT AUTO_INCREMENT PRIMARY KEY,
    name VARCHAR(100),
    age INT,
    class VARCHAR(20),
    address TEXT
);

আমাদের তৈরিকৃত টেবিলে নতুন একটি ফিল্ড (column) যোগ করতে পারি SQL কমান্ড ব্যবহার করে।

🧩 নতুন ফিল্ড (column) যোগ করার SQL Syntax

ALTER TABLE table_name
ADD column_name datatype [constraint];

ধরা যাক আমাদের একটি টেবিল আছে students, এবং আমরা এতে email নামে একটি নতুন কলাম যোগ করতে চাই। তাহলে তাহলে SQL কমান্ড হবে- 


ALTER TABLE students
ADD email VARCHAR(100);

👉 এতে students টেবিলে একটি নতুন কলাম যুক্ত হবে যার নাম email এবং টাইপ VARCHAR(100)

🧠 যদি নির্দিষ্ট স্থানে (যেমন — কোনো কলামের পর) ফিল্ড যোগ করতে চাই, তাহলে কমান্ড SQL হবে - 

ALTER TABLE students
ADD phone VARCHAR(20) AFTER name;

এটি name কলামের পরেই নতুন phone কলামটি যুক্ত করবে।

🔄 একাধিক কলাম একসাথে যোগ করার SQL কমান্ড

ALTER TABLE students
ADD (
    guardian_name VARCHAR(100),
    guardian_phone VARCHAR(20)
);

আমরা চাইলে একটি ফিল্ড (column) টেবিল থেকে মুছে ফেলতে (delete/remove) পারি।

🧩 ফিল্ড (column) ডিলিট করার SQL Syntax

ALTER TABLE table_name
DROP COLUMN column_name;

ধরা যাক, আমাদের টেবিলের নাম students এবং আমরা email নামে কলামটি মুছে ফেলতে চাই, তাহলে SQL কমান্ড হবে - 

ALTER TABLE students
DROP COLUMN email;

🧠 যদি একাধিক কলাম একসাথে ডিলিট করতে চাই, তাহলে SQL কমান্ড হবে - 

ALTER TABLE students
DROP COLUMN phone,
DROP COLUMN address;

এখন আমরা দেখব কীভাবে একটি পুরো টেবিল (table) এর ডেটা ডাটাবেজ থেকে ডিলিট বা মুছে ফেলা যায়।

🧩 টেবিল থেকে সকল ডেটা করার ডিলিট করার SQL Syntax

TRUNCATE TABLE table_name;

ধরা যাক, আমাদের একটি টেবিল আছে students নামে — আমরা এটির ডেটা পুরোপুরি মুছে ফেলতে চাই। তাহলে SQL কমান্ড হবে - 

TRUNCATE TABLE students;

👉 এতে পুরো students টেবিল এর ভেতরের সব ডেটা স্থায়ীভাবে মুছে যাবে।

এখন আমরা শিখব কীভাবে একটি পুরো টেবিল (table) ডাটাবেজ থেকে ডিলিট বা মুছে ফেলা যায়।

🧩 টেবিল ডিলিট করার SQL 

DROP TABLE table_name;

ধরা যাক, আমাদের একটি টেবিল আছে students নামে — আমরা এটি পুরোপুরি মুছে ফেলতে চাই। তাহলে SQL কমান্ড হবে -

DROP TABLE students;

👉 এতে পুরো students টেবিল এবং এর ভেতরের সব ডেটা স্থায়ীভাবে মুছে যাবে।

⚙️ যদি টেবিলটি না থাকে, তবুও এরর না দিতে চাই:

DROP TABLE IF EXISTS students;

এতে টেবিলটি না থাকলেও কোনো ত্রুটি (error) দেখাবে না।

একটি পুরো ডাটাবেস (Database) মুছে ফেলতে পারি SQL কমান্ড দিয়ে।

🧩 ডাটাবেস ডিলিট করার SQL কমান্ড

DROP DATABASE database_name;

ধরা যাক, আমাদের একটি ডাটাবেজ আছে school_db নামে। আমরা এটি পুরোপুরি মুছে ফেলতে চাই। তাহলে SQL কমান্ড হবে - 

DROP DATABASE school_db;

👉 এতে পুরো school_db ডাটাবেজ এবং এর ভেতরের সব টেবিল ও ডেটা স্থায়ীভাবে মুছে যাবে

⚙️ যদি ডাটাবেজটি না থাকে, তবুও এরর (Error) না দিতে চাই:

DROP DATABASE IF EXISTS school_db;

এই কমান্ডে ডাটাবেসটি না থাকলেও কোনো ত্রুটি দেখাবে না।

মোঃ আবু সাঈদ

মোঃ আবু সাঈদ

প্রভাষক (আইসিটি)

একজন দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তি-বান্ধব আইসিটি শিক্ষক, যিনি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের বিকাশ এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য নিবেদিত। কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল লিটারেসি এবং আধুনিক সফটওয়্যার/হার্ডওয়্যার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী উপযোগী পাঠ পরিকল্পনা তৈরি এবং বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ। কম্পিউটার নেটওয়ার্কিং, গুগল ও মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, PHP, C/C++, JavaScript, পাইথন, এইচটিএমএল/সিএসএস সহ বিভিন্ন ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী।

আইসিটি কোচিং সেন্টার

banner image

সাজানো-গুছানো এবং কোয়ালিটিফুল ক্লাস কন্টেন্ট দ্বারা অফলাইন অথবা অনলাইনে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের আইসিটি কোচিং করানো হয়।

আমাদের সম্পর্কে

Poralekha24.com: স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য Lecture Sheet, MCQ/CQ, Presentation ও অনলাইন ও অফলাইন কোচিং সেবা।

কপিরাইট © ২০২৫ - ২০২৫ Poralekha24.com. সকল অধিকার সংরক্ষিত।